রাঙামাটিতে প্রকাশ্যে যুবককে হত্যার চেষ্টা

রাঙামাটি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাঙামাটি | 2023-08-31 09:10:15

রাঙামাটি শহরে জামাল হোসেন (৩৩) নামে এক যুবককে পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাত ৯টার দিকে শহরের ফিসারী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আহত জামালের ছোট ভাই কামাল হোসেন জানান, রাতে তারা দুই ভাই এক সাথে এশার নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় বখাটে সাদ্দাম, শেখ চাঁন, রমিজ ও সাগর মিলে তাদের বেধড়ক পেটাতে থাকে। এসময় সাদ্দাম ফার্নিচারের দোকানে ব্যবহৃত লোহার ধারালো বাটাল জামালের পেটে ঢুকিয়ে দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। এসময় এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পালিয়ে যায় হামলাকারীরা। জামালের প্রচুর রক্তক্ষরণ হয়, গুরুত্বর আহতাবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগ জানায়, জামালের শরীরের কয়েকটি স্থানে সেলাই করে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা না পার হওয়া পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এদিকে, আহত জামালকে দেখতে রাতেই রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকাবাসী হাসপাতালে ভিড় জমান। এই হামলায় জড়িতদের দ্রুত বিচার করার দাবি জানান তারা।

হামলায় নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত সাদ্দাম ফিসারীর ভেতরে একটি ভাতের হোটেল চালায় বলে জানিয়েছে আহতের পরিবার। তার বাবার নাম নুর হোসেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পাওয়ার পরই ফিসারী ঘাট এলাকায় পুলিশ পাঠানো হয়। আহতের স্বজনদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। জড়িতদের ধরতে এরই মধ্যে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর