বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে বন্ধ সড়ক যোগাযোগ

বান্দরবান, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বান্দরবান | 2023-08-26 12:39:57

বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ডুবে যাওয়া সড়ক থেকে পানি পুরোপুরি কমে না যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল থেকে বান্দরবান থেকে ছেড়ে যায়নি যাত্রীবাহী কোনো বাস বা অন্য কোনো যানবাহন।

জানা গেছে, বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া এলাকায় তিনটি স্থানে প্রধান সড়ক থেকে বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। এ কারণে যান চলাচল বন্ধ রয়েছে। গত দু’দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ।

এদিকে বৃষ্টিপাত কমে যাওয়ায় সাঙ্গু নদীর পানিও কমতে শুরু করেছে। প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে।

বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, ১২৬টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৭শ দুর্গত মানুষ অবস্থান করেছে। পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং অব্যাহত রয়েছে। আশ্রয় কেন্দ্রে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর