আশুগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-26 06:17:04

সামাজিক যোগযোগমাধ্যম সহ বিভিন্ন জায়গায় মাথা কেটে নেওয়ার গুজবের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছেলে ধরা সন্দেহে (অজ্ঞাত) এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

বুধবার (১০) দুপুরে উপজেলার চরচারতলা এলাকার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ছেলেটি আশুগঞ্জ রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তার কথাবার্তা এলোমেলো পাওয়ায় তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম জানান, ছেলেটি ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর