যশোরের বেনাপোলে পুলিশে চাকরির নামে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) বিকালে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার সৈয়দপাড়া গ্রামের আমাজেদ হোসেনের ছেলে জামাল হোসেন(৩৫) ও তার স্ত্রী রুমা খাতুন।
অভিযোগকারী মেহেরপুরের পুরাতন মর্চমারা গ্রামের পলাশ আহম্মেদ বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, জামাল ও তার স্ত্রী তাকে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে গত এক বছরে কয়েক দফায় ছয় লাখ টাকা নিয়েছেন। কিন্তু এ যাবত তারা চাকরি দিতে পারেননি।
এদিকে অভিযোগকারী পলাশ তাদের পরিবার পরিজন নিয়ে বর্তমানে বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামে মাহে আলমের বাড়িতে ঘরভাড়া করে থাকেন বলে জানা যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ অভিযুক্তদের আটকের বিষয়টি নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।