পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
পটুয়াখালীতে সকাল থেকে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যেও কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।
এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে র্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি ১৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান, মেম্বার ও নারী মেম্বার পদে মোট ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কমলাপুর ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৪শ ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩শ ১৭ জন এবং নারী ভোটার ৮ হাজার ১শ ৫৮ জন।
ভুরিয়া ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ১শ ১৬ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৫শ ৪৪ জন এবং নারী ভোটার ৩ হাজার ৫শ ৭৬ জন।