টানা ৭ দিনের বৃষ্টিতে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এছাড়া মাস্টারহাট এলাকার ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে অন্তত ৪ গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে।
টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রয়েছে। জন-জীবনে বিপর্যয় দেখা দিয়েছে। অচল হয়ে পড়েছে পুরো মনপুরার মানুষের জীবন-জীবিকা।
মনপুরার অব্দুল্লাহ জুয়েল নামে এক বাসিন্দা বলেন, ‘টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বের হতে পারছি না। ঘেরের মাছ সব ভেসে গেছে। জলাবদ্ধতার কারণে আমরা পানিবন্দী হয়ে আছি।’