সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলার বিকল, ৩৮ যাত্রী উদ্ধার

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপেন্ডেন্ট, বার্তাটোয়ান্টিফোর.কম, টেকনাফ | 2023-08-25 02:05:12

টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার সময় পর্যটকসহ যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ট্রলারটিতে পর্যটকসহ ৩৮ জন যাত্রীকে উদ্ধার করে সেন্টমার্টিন নিয়ে আসে কোষ্টগার্ড।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সেন্টমার্টিন ষ্টেশন কমান্ডার লে. জোসেল রানা।

তিনি জানান, শুক্রবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার সময় আট পর্যটকসহ ৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষংদ্বীপ এলাকায় পৌছলে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এতে ভাসমান অবস্থায় ট্রলারটি মিয়ানমার দিকে ভেসে চলে যাচ্ছে। এ খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল তিনটি ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে বিকেলে দ্বীপে নিয়ে আসে। যাত্রীরা সবাই সুস্থ রয়েছেন এবং পর্যটকরা যাতে আতঙ্কিত না হয় সে দিকে দৃষ্টি রাখা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, 'সাগরে পর্যটকসহ বিকল ট্রলারটি উদ্ধার করে দ্বীপে নিয়ে আসা হয়েছে। এতে কোনো ধরনের সমস্যা হয়নি। তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।'

এ সম্পর্কিত আরও খবর