কুমিল্লার লালমাইয়ে অপহরণের পর কৌশলে পালিয়ে বাঁচল মাদরাসা ছাত্রী তাসলিমা আক্তার (১৫)।
শনিবার (১৩ জুলাই) সকালে মাদরাসায় যাওয়ার পথে উপজেলার পেরুল গ্রাম থেকে তাকে মাইক্রোবাসযোগে অপহরণ করে এক নারী।
অপহৃত তাসলিমা আক্তার উপজেলার কাঁকসার গ্রামের কালাম মিয়ার মেয়ে এবং স্থানীয় ফয়েজগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। সে উপজেলার পেরুল গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করে আসছে।
তাসলিমার মামা মফিজুর রহমান জানান, তাসলিমা প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির বাইরে বোরকা পরা এক নারী তার কাছে সাহায্য চায়। এক পর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ওই নারী পেছন থেকে তাকে অচেতন করে কালো কাচের মাক্রোবাসে উঠিয়ে নেয়।
মাইক্রোবাসটি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর পৌঁছালে তাসলিমার জ্ঞান ফেরে। এ সময় সে গাড়িতে আরও দু’টি বাচ্চা দেখতে পায়। তারা দু'জন কান্না করছিল। কিছু সময় পর গাড়ি থামিয়ে অপহরণকারী ওই নারী মোবাইলে কথা বলতে নামেন। ওই সময় তাসলিমা কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে আসে। বিষয়টি লালমাই পুলিশকে জানিয়েছেন তারা।
এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউল আলম বলেন, ‘অপহরণের চেষ্টার বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’