বিট পুলিশিং ব্যবস্থার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীকে চিহ্নিত করা সহজ হবে বলে জানিয়েছে সিলেটের ডিআইজি কামরুল ইসলাম। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতেও বিট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
শনিবার (১৩ জুলাই) দুপুরে হবিগঞ্জের মাধবপুরে বিট পুলিশিং কার্যক্রম সম্প্রাসারিত সংক্রান্ত আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
কামরুল ইসলাম বলেন, ‘বিট পুলিশিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পুলিশের সেবা ও যোগাযোগ বৃদ্ধি পাবে। জনগণের সাথে পুলিশের দূরত্ব ঘুচাতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এ ব্যবস্থা জনগণের সকল প্রত্যাশা পূরণ করবে।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি মো. নাজিম উদ্দীন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান, আওয়ামী লীগ সহ-সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী প্রমুখ।
এ সময় প্রত্যেক ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।