খানাখন্দে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পটুয়াখালী জেলা জজ আদালতে প্রবেশ সড়কটি। ফলে প্রতিনিয়ত এই সড়কে ঘটছে ছোটবড় দুর্ঘটনা, বাড়ছে দুর্ভোগও। কয়েকবছর ধরে সড়কটির এমন অবস্থা থাকলেও সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।
সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে সড়কের খানাখন্দে ইট ফেলে দুর্ভোগ কমানোর চেষ্টা করা হয়েছে। তবে তা খুব বেশি কাজে আসছে না।
পটুয়াখালী আদালতের একাধিক আইনজীবী জানান, শুষ্ক মৌসুমে ভাঙা সড়কে চলাচল করতে বেশ কষ্ট হয়। তবে দুর্ভোগ বাড়ে বৃষ্টির মৌসুম শুরু হলে। এছাড়া আদালতের পেছনের সড়কটিরও বেহাল দশা। জেলা আইনজীবী সমিতি ও আদালত কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের আবেদন করলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আমি চার মাস আগে মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি। তার অনেক আগে থেকেই সড়কটির বেহাল দশা। দুর্ভোগ কমাতে ইতোমধ্যে ওই সড়কের পাশে ড্রেনসহ নতুন একটি টেকসই সড়ক নির্মাণে টেন্ডার পাস করা হয়েছে। আশা করছি শিগগিরই কাজ শুরু করা যাবে।’