বাল্যবিয়ে, কনের বাবার এক বছরের কারাদণ্ড

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-29 11:57:12

কুষ্টিয়ার ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে তার বাবাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জুলাই) বিকেলে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত কনের বাবার নাম মোহাম্মদ কলম আলী। তিনি ধরমপুর ইউনিয়নের চৌকিদারপাড়া খলিল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

তিনি জানান, সকালের দিকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছেন এমন একটি খবর পান তিনি। এমন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মোহাম্মদ কলম আলীকে ফোনে নিষেধ করা হয়। তবুও অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে বাল্যবিয়ে দেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক অভিযুক্ত মোহাম্মদ আলীকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর