বান্দরবানে ঝলমলে রোদ, বন্যা পরিস্থিতির উন্নতি

বান্দরবান, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বান্দরবান | 2023-08-24 06:40:41

বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্রধান সড়ক প্লাবিত থাকায় বান্দরবানের সঙ্গে ৭ দিন ধরে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে বান্দরবানের আকাশে ঝলমলে রোদ দেখা গেছে। বৃষ্টি থেমে যাওয়ায় অধিকাংশ প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্রগুলো ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে দুর্গতরা। তবে এখনো সাঙ্গু নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বান্দরবান সদরের আর্মীপাড়া, ওয়াবদাব্রিজ, ইসলামপুর, শেরে বাংলানগর এলাকাগুলোতে এখনো বন্যার পানিতে ডুবে আছে শতশত ঘরবাড়ি।

এদিকে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া, বরদুয়ারা, দস্তিদারহাটের তিনটি পয়েন্টের সড়ক প্লাবিত থাকায় বান্দরবানের সঙ্গে সপ্তমদিনের মতো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বান্দরবানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন: ভারী বর্ষণে বান্দরবানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

এ সম্পর্কিত আরও খবর