বাগেরহাটে বনবিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের খালে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ।
সোমবার (১৫ জুলাই) সকালে বনের জয়মনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বাগেরহাটের মংলা জয়মনি নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, জুলাই-আগস্ট দুই মাস বনের সকল খালে মাছ ধরায় বিধি নিষেধ আরোপ করেছে বনবিভাগ। তারপরও অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে সোমবার জয়মনি এলাকা থেকে মো. জিহাদুল ও ফিরোজ নামের দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশের সদস্যরা। আটককৃতদের বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে।
এ বিষয়ে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বনসংরক্ষক মো: শাহিন কবির বলেন, ‘এমন খবর তার জানা নেই।
তবে নৌ পুলিশের অভিযানে জেলে আটকের ঘটনার বিষয়ে তিনি আরও বলেন, নৌ পুলিশের বনের ভেতরে অভিযান চালাতে গেলে বনবিভাগের অনুমতি নেয়া প্রয়োজন, তাছাড়া কোনভাবেই তারা এ ধরনের কর্মকাণ্ড চালাতে পারেন না।