ভুঞাপু‌রে ৩ গ্রা‌মের মানুষ পা‌নিব‌ন্দী

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-25 06:27:54

টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) যমুনার পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ও ধলেশ্বরী নদীর পানি ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বর্তমানে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, খানুরবাড়ি ও ভালকুটিয়া গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তা-ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। টিউবওয়েল তলিয়ে গিয়ে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।



এর আগে যমুনা নদীর ব্যাপক ভাঙনে ওই তিন গ্রামে তিন শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।

বন্যাকব‌লিত মানুষরা জানায়, সোমবার রাতে হঠাৎ ক‌রেই গ্রা‌মে পা‌নি প্রবেশ করে। এতে ঘ‌রের জি‌নিসপত্র পা‌নি‌তে ভি‌জে নষ্ট হ‌য়ে গে‌ছে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নদীগুলোতে আরও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর