তীব্র স্রোতে কাঠালবাড়ী-শিমুলিয়া রুটে চলছে ৬ ফেরি

, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-30 15:22:32

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এ কারণে বুধবার (১৭ জুলাই) সকাল থেকে ঝুঁকি নিয়ে ১৪টি ফেরির মধ্যে চলছে ছয়টি। ফলে উভয় ঘাটে দেখা দিয়েছে ব্যাপক যানজট।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্রোতের বেগও ক্রমাগত বাড়ছে। এ নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে গিয়ে ফেরিগুলো তীব্র স্রোতের কবলে পড়ছে। ফলে মোট ১৪টি ফেরির মধ্যে দীর্ঘসময় নিয়ে ধীরগতিতে ছয়টি ফেরি চলছে। এর মধ্যে দুইটি রোরো, দুইটি কে-টাইপ ও দুইটি ছোট ফেরি রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, স্রোতের গতিবেগ বাড়ায় লৌহজং টার্নিং পয়েন্টে তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিগুলো চলাচল করতে হিমশিম খাচ্ছে। এখন ছয়টি ফেরি চলাচল করছে, যা ঘাটে আসতে দীর্ঘসময় নিচ্ছে। এতে ঘাটে পারাপারের অপেক্ষারত পরিবহনের সংখ্যা বেড়েই চলেছে।

আরও পড়ুন: দৌলতদিয়ায় পদ্মার পানি বিপদসীমার ওপরে

আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

এ সম্পর্কিত আরও খবর