সম্পত্তির দাবিতে আদিবাসীদের অবস্থান কর্মসূচী

রংপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-26 19:30:29

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্ম এর রিকুইজিশন করা এক হাজার ৮৫০ একর সম্পত্তি আদিবাসীদের ফেরত দেয়া সহ ৭ দফা দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে আদিবাসীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালিত হয়। এ সময় দোষীদের দ্রুত বিচারের দাবিতে ডিআইজিকে স্মারকলিপিও দেন তারা।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে অবস্থান কর্মসূচীতে বক্তারা অভিযোগ করে বলেন, 'প্রায় ৩ বছর ধরে পিবিআই মামলার তদন্ত করলেও এখনও চার্জশিট প্রদান করেনি। দ্রুত আদিবাসী সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় সুষ্ঠু ও দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ- বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহবায়ক ফিলিমন বাসফে, আদিবাসী নেতা রাফায়েল হাসদা, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু প্রমুখ।

২০১৬ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাগদাফার্মে বসবাসরত আদিবাসীদের ওপর উচ্ছেদের নামে হামলা চালায় প্রশাসন ও প্রভাবশালীরা। হামলার ঘটনায় তিন আদিবাসী সহ অনেকে গুরুতর আহত হয়েছিলেন। 

এ সম্পর্কিত আরও খবর