সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা | 2023-08-09 12:56:51

নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বেলা আড়াইটার দিকে জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন- একই উপজেলার নাগপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শাহজাহান (৩০) ও উমর আলী তালুকদারের ছেলে মোস্তফা (৪৫)।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, বুধবার বেলা আড়াইটার দিকে শান্তিপুর গ্রামের হাফিজ উদ্দিনের বাড়িতে নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকের কাজ করতে গিয়ে ট্যাংকের ভেতরে নামেন শ্রমিক শাহাজান। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে শ্রমিক মোস্তফাও ট্যাংকে নামেন।

কিছুক্ষণ পর দুজনেরই কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে দুর্গাপুর থানা পুলিশ ফায়ার সার্ভিসের লোকজনকে সঙ্গে নিয়ে ট্যাংকের ভেতর থেকে ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের বলেন, 'ট্যাংকটিতে গ্যাস জমে বিষাক্ত হয়ে যাওয়ায় শ্রমিকরা দম বন্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর