ঘুষ নিয়েও পরচা না দেয়ায় পেশকার অবরুদ্ধ

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-25 03:36:57

পরচা দেয়ার আশ্বাস দিয়ে জমির মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের (ভারপ্রাপ্ত) পেশকার সফিয়ার রহমান সুমনের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, অতিরিক্ত টাকা (ঘুষ) দিয়েও সময় মতো পরচা পাচ্ছেন না ভুক্তভোগী জমির মালিকরা।

এ ঘটনায় বুধবার (১৭ জুলাই) দুপুরে বিক্ষুব্ধ জমির মালিকরা সেটেলমেন্ট অফিসের (ভারপ্রাপ্ত) পেশকার সফিয়ার রহমান সুমনকে তার নিজ অফিস কক্ষে প্রায় দুইঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার শিয়ালখাওয়া ইউনিয়নের কয়েকজন জমির মালিক ওই অফিসে পরচা নিতে আসেন। কিন্তু ৮০ টাকার বদলে জমির পরচা প্রতি ৫শ টাকা দিতে বলেন সফিয়ার রহমান সুমন। ওই সময় জমির মালিকরা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান এবং প্রতিবাদ করে বলেন এর আগেও তারা একই কারণে টাকা দিয়েছেন। কিন্তু পরচা হাতে পাননি।

তবে পেশকার সফিয়ার রহমান সুমন সাফ জানিয়ে দেন আরও ৫শ টাকা ছাড়া জমির পরচা দেবেন না। এর কিছুক্ষণ পরেই জমির মালিকরা পেশকার সফিয়ার রহমান সুমনকে অবরুদ্ধ করে রাখেন।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান পেশকার সফিয়ার রহমান সুমনকে উদ্ধার করে নিয়ে যান।

এ সময় বিক্ষুব্ধরা ঘুষের টাকা ফেরত ও উপযুক্ত বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, পেশকার সফিয়ার রহমান সুমনকে জমির মালিকদের কাছ থেকে নেয়া ঘুষের অতিরিক্ত টাকা ফেরত দিতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর