উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সাত উপজেলায় ৫৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, বন্ধ হয়ে গেছে সড়ক ও রেল যোগাযোগ।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৫ সেন্টিমিটার বেড়ে বুধবার (১৮ জুলাই) সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার ৫৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও দুরমুট ,মেলান্দহ, তারাকান্দি রেলস্টেশন লাইনে পানি ওঠায় ট্রেন চলাচলও সাময়িক বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে বন্যা কবলিত এলাকার ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য ৭শ’ ৫০ মে. টন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। জেলায় ১৪টি মেডিকেল টিম নিয়োজিত আছে।
স্থানীয় যুব সমাজের উদ্যোগে রুকরাই এলাকায় খোলা হয়েছে লঙ্গরখানা। প্রতিদিন সেখানে বন্যা কবলিতদের এক বেলা করে খাবার সরবরাহ করা হচ্ছে।