২০০ জন যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম যাত্রা করেছে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস। ভোর ৫ টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি।
বনলতা এক্সপ্রেসের মাধ্যমে চালু হলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন যোগাযোগ। বৃহস্পতিবার (১৮ জুলাই) ট্রেনটি ছাড়ার আগে স্টেশনে গিয়ে যাত্রীদের ফুলের শুভেচ্ছা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি।
চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মনিরুজ্জামান মনির জানান, চাঁপাইনবাবগঞ্জের জন্য বনলতা এক্সপ্রেসে আসন বরাদ্দ ২৬৪ টি। প্রথম যাত্রায় এসি, নন এসি মিলিয়ে যাত্রী ছিলেন ২০০। ট্রেনটি রাজশাহীতে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তবে বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন হতে ৮০টি টিকিটি বরাদ্দ থাকলেও কাউকে এসি টিকিট দেয়া হয়নি। বেলা ১ টা ৩০ মিনিটে আবারো ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেনটি।
শুক্রবার বন্ধ দিয়ে সপ্তাহে ছয়দিন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলবে বনলতা এক্সপ্রেস।