ত্রাণ পৌঁছেনি গাইবান্ধার কলাকাটি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে

গাইবান্ধা, দেশের খবর

বার্তাটোয়েন্টিফোর.কম টিম, রংপুর | 2023-08-11 03:31:06

চলমান বন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইনিয়নের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইউনিয়নটির আনন্দ বাজার এলাকার কলাকাটি উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫০০ বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে। তবে এখন পর্যন্ত ঐ কেন্দ্রটিতে পৌঁছেনি ত্রাণ সামগ্রী।

জানা যায়, ফুলছড়ি পয়েন্টের ব্র‏হ্মপুত্র নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উদাখালি ইউনিয়নের অধিকাংশ পরিবারের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ঐ এলাকার বন্যাদুর্গত মানুষরা কলাকাটি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্র বসবাস করে আসছেন।

অন্যান্য আশ্রয়কেন্দ্রে ত্রাণ পৌঁছালেও, পৌঁছেনি কলাকাটি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে। ফলে এখানকার মানুষের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের মাঝে দেখা দিয়েছে নীরব দুর্ভিক্ষ।

কলাকাটি উচ্চ বিদ্যালয়ে আশ্রিত ময়নুল ইসলাম বলেন, ‘বানের পানিতে সহায় সম্বল হারিয়ে এখানে আশ্রয় নিয়েছি। দৈনন্দিন রোজগার করতে না পারায় খেয়ে না খেয়ে দিনাতিপাত করা হচ্ছে। এখন পর্যন্ত প্রশাসন কিংবা কোনো জনপ্রতিনিধি আমাদের খোঁজ নেয়নি।‘

আরেক বানভাসি লতিফ মিয়া বলেন, ‘কোনো ত্রাণ না পেলেও স্থানীয় এক ব্যবসায়ী বৃহস্পতিবার আশ্রিতদের মাঝে খিচুরি বিতরণ করেছেন।’

এদিকে উদাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘কলাকাটি উচ্চ বিদ্যালয়ে আশ্রিত মানুষদের খোঁজখবর নেওয়া হয়েছে। এর আগে কিছু ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর