দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট ব্যবস্থাপনা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এম মাহবুব-উল ইসলাম।
শুক্রবার (১৯ জুলাই) বেলা ১২টায় দৌলতদিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এ দাবি করেন। এ সময় তার সঙ্গে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
ঘাট পরিদর্শন শেষে তিনি বলেন, 'বর্তমান এই নৌরুটে ১১টি ফেরি চলাচল করছে। আর দৌলতদিয়া ঘাটের ছয়টি পল্টন এবং পাটুরিয়ার চারটি ফেরি ঘাটই সচল রয়েছে। তাছাড়া দুইটি লঞ্চ ঘাটও সচল আছে।'
তিনি আরও বলেন, 'তবে নদী পারের জন্য যানবাহনের যে অপেক্ষা করতে হচ্ছে এটা নদীতে তীব্র স্রোতের কারণে। আমরা আশা করছি ঘাট ব্যবস্থাপনা সব সমই ভালো থাকবে।'
আরও পড়ুন: ফেরি পারাপারে ভোগান্তি, মহাসড়কে কমেছে যানবাহন
আরও পড়ুন: স্রোতের বেগে ফেরি চলাচলে ধীরগতি, অপেক্ষায় হাজারও যান