এক রাতের রাণী নাইট কুইন

ঠাকুরগাঁও, দেশের খবর

নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও | 2023-09-01 16:31:52

বারান্দায় দাঁড়িয়ে কথা হচ্ছিল এক ছোট ভাইয়ের সঙ্গে। কথা বলতে বলতে চোখ পড়ল একটি গাছের দিকে। সাদা কী যেন আলো ছড়াচ্ছে। কৌতূহল নিয়ে সেদিকে এগিয়ে যেতে না যেতেই ছোট ভাইটি বলে উঠল এটা নাইট কুইন ফুল।

হঠাৎ এমন একটি অসাধারণ ফুল দেখে মনটি যেন ভরে গেল। অন্ধকারের মধ্যে নিজেকে আলোকিত করে ফুটে আছে ফুলটি। নাইট কুইনকে বলা হয় রাতের রাণী। কারণ রাতের সঙ্গে এই ফুলটির রয়েছে বিশেষ সম্পর্ক।

শুক্রবার (১৯ জুলাই) রাতে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আবির হোসেনের বাসায় গেলে এমনি এক মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে।

জানা যায়, সন্ধ্যা থেকেই একটু একটু করে ফোটার প্রস্তুতি নেয় ফুলটি। এরপর গভীর রাতে মনোমুগ্ধকর সৌন্দর্য নিয়ে হাজির হয়। তবে রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভোরের আলোয় মিশে যায় ফুলটির সৌন্দর্য। এ কারণে ফুলটিকে বলা হয় এক রাতের রাণী।

সাধারণত নাইট কুইন ফুল গাছের পাতা থেকেই চারা হয়। আবার পাতা থেকেও ফুলের কলি হয়। জুন-জুলাই মাসে এই ফুল ফোটে। একরাতেই এর সৌন্দর্য শেষ হয়ে যায় বলে এটি নাইট কুইন নামে পরিচিত।

গাছটির মালিক আবির হোসেন বলেন, ‘২০১৩ সালে একটি নাইট কুইন গাছের চারা লাগিয়েছিলাম। বর্তমানে নাইট কুইন গাছে ৪টি ফুল ফুটেছে। ফুল দেখতে অনেক সুন্দর। বাসায় এই গাছের আরও পাতা লাগিয়েছি। আশা করি আরও ফুল হবে।’

এ সম্পর্কিত আরও খবর