কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় ওহিদুজ্জামান নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২০ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের কাছ থেকে পাওয়া আইডি কার্ডে কর্মস্থলে তার পদবি করপোরাল উল্লেখ রয়েছে। আইডি নং- ইমই ৫৩৭৫৫১।
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সেনা সদস্য ওহিদুজ্জামান মোটরসাইকেল আরোহী ছিলেন। পেছন থেকে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তবে নিহতের কর্মস্থল এবং পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।