পাটুরিয়ায় ঘাটে যানবাহনের চাপ কমেছে

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-30 15:41:56

প্রায় সপ্তাহ খানেক ভোগান্তির পর যানবাহনের চাপ কমেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। স্বাভাবিক হতে শুরু হয়েছে যাত্রী ও যানবাহন পারাপার। পদ্মা নদীতে আগের মতো স্রোত থাকলেও যমুনা নদীর পানি রয়েছে স্থিতিশীল।

এতে করে ধীরে ধীরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছে ফেরিঘাট কর্তৃপক্ষ। নদীতে স্রোত কমে গেলে ছোট বড় মিলে ১৫টি ফেরি অনায়াসে চলাচল করতে পারবে। ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার শুরু করতে পারলে ভোগান্তির কোনো সম্ভাবনা থাকবে না।

রোববার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহন পারাপারে ভোগান্তি কমে এসেছে।

নদী পারের অপেক্ষায় যাত্রীবাহী বাসের অপেক্ষামাণ কোনো সারি নেই। ফেরিঘাট এলাকায় জমে থাকা ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছ্। রোববার দুপুর নাগাদ ট্রাকগুলো পার হবে বলেও জানান তিনি।

অপরদিকে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির স্তর পরিমাপক ফারুক হোসেন জানান, যমুনা নদীর আরিচা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বাড়েনি। যমুনার পানি স্থিতিশীল রয়েছে। শনিবার ভোর ৬টার তথ্য অনুযায়ী যমুনা নদীর আরিচা পয়েন্টে বিদপসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরপর আর যমনুার আরিচা পয়েন্টে পানি কমেনি বা বাড়েনি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের এজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোগান্তির খবর পেয়ে যানবাহনের চাপ কিছুটা কমে এসেছে। আবার নদীতে স্রোত আগের তুলনায় একটু কম দেখা যাচ্ছে। ফেরি চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৫টি ফেরির মধ্যে ১২ থেকে ১৩টি ফেরি চলাচল করতে পারছে। বাকিগুলো অলসভাবে বসে আছে। নদীতে স্রোত কমে আসলে সবগুলো ফেরি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। তখন যাত্রী ও যানবাহন পারাপারে কোন ভোগান্তির সম্ভাবনা থাকবে না বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর