গাইবান্ধায় তলিয়ে গেছে ১১ হাজার হেক্টর আবাদি জমি

গাইবান্ধা, দেশের খবর

তোফায়েল হোসেন জাকির, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-09-01 12:37:40

চলমান বন্যায় গাইবান্ধা জেলার ৭টি উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় ১১ হাজার হেক্টর আবাদি জমি। ঘরবাড়ি, আবাদি জমি পানিতে ডুবে যাওয়া জেলার প্রায় ৫ লাখ মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

জেলার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, সদর, সাঘাটা, ফুলছড়ি, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার ৫১ ইউনিয়ন এবারের বন্যায় প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল লতিফ মিয়া বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, এবারের বন্যায় ভেসে গেছে তার ঘরবাড়ি, গবাদি পশুসহ সব সহায় সম্বল। কোমর পানিতে ডুবে আছে তার প্রায় ১০ বিঘা আবাদি জমি।

রবি মৌসুমে এসব জমিতে ফসল উৎপাদন করতে না পারলে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে বলে জানান কৃষক আব্দুল লতিফ।

আরো পড়ুন: বন্যার পানিতে নিমজ্জিত গাইবান্ধা গোরস্থান

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক আবুল কালাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর