ভারতীয় পেঁয়াজের দাম কমেছে হিলি স্থলবন্দরে

দিনাজপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-28 14:19:51

আমদানি বেশি ও পাইকার কম আসায় ভারতীয় পেঁয়াজের দাম কমেছে দিনাজপুরের হিলি স্থবন্দরে। এ বন্দরে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৭ থেকে ৮ টাকা কমেছে পেঁয়াজের দাম।

গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ২৪ থেকে ২৬ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে।

আমদানিকারকরা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহ আগে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হলেও বর্তমানে আমদানি হচ্ছে ৫০ থেকে ৫২ ট্রাক পেঁয়াজ।

কোরবানির ঈদকে সামনে রেখে ভারতে পেঁয়াজের পর্যাপ্ত এলসি দেওয়া আছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।

এছাড়াও পাইপলাইনে পেঁয়াজ বোঝাই বিপুলসংখ্যক ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আসন্ন কোরবানি ঈদে পেঁয়াজের কোন সংকট হবে না বলে জানান আমদানিকারকরা।

এ সম্পর্কিত আরও খবর