ঠাকুরগাঁওয়ের নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও | 2023-08-20 14:53:08

'তোমরাই আমাদের জেলার চ্যাম্পিয়ন, তোমরাই সেরা'- এমন স্লোগানে ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলন সংগঠনের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে খেলোয়াড়দের উৎসাহিত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

রোববার (২১ জুলাই) দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে জেলার বিভিন্ন স্তরের মানুষ এই সমাবেশে অবস্থান করেন। জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে ঠাকুরগাঁও নারী ফুটবলারদের ফাইনাল খেলার পূর্ব মূহুর্তে বাদ দেওয়ার প্রতিবাদ এই সমাবেশের আহ্বান করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক আতাউর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সুজন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক মনতোষ কুমার দে, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু সহ নারী খেলোয়াড়রা।

ফাইনাল খেলার পূর্ব মূহুর্তে বাদ দেওয়ার প্রতিবাদ এই সমাবেশের আহ্বান করা হয়

 

সমাবেশে বক্তরা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কাজটি করেছে তা কোন ভাবেই মেনে নেয়ার মতো নয়। তারা আমাদের ঠাকুরগাঁও জেলার সম্মানকে ক্ষুণ্ণ করেছে। মিথ্যা অপবাদ দিয়ে দলটিকে বাদ দেওয়া হয়েছে। আমার এর সঠিক বিচার চাই।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৮ জুলাই) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সেমিফাইনালে ময়মনসিংহ জেলাকে টাইব্রেকারে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর ফাইনালে উঠে ঠাকুরগাঁওয়ের মেয়ে ফুটবলাররা। কিন্তু শুক্রবার (১৯ জুলাই) খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঠাকুরগাঁও ফাইনাল খেলতে পারবে না বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃপক্ষ ঘোষণা দেন। 

এ সম্পর্কিত আরও খবর