গাইবান্ধায় বন্যায় ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম গাইবান্ধা | 2023-06-28 17:23:03

গাইবান্ধা জেলার চলমান বন্যায় ৭ উপজেলার ৫১ ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি রয়েছে ফলে ওইসব প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এক লাখ শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হচ্ছে।  

জেলা প্রশাসন জানিয়েছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলা সমূহে ২৬৪ মাদরাসা, ১৭৬ প্রাথমিক বিদ্যালয়, ৪২ মাধ্যমিক বিদ্যালয় ও অন্যান্য ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠায় আপতত পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

 এখনো বিদ্যালয়ের কক্ষে পানি জমে আছে

 

স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলায় পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো বিদ্যালয়ের কক্ষে পানি জমে আছে। এ পরিস্থিতিতে বন্ধ করা বিদ্যালয়গুলোর প্রায় এক লাখ শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হচ্ছে। এর ফলে চরম উৎকণ্ঠায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 

শিক্ষার্থী সবুজ মিয়া বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'বন্যার কারণে স্কুল বন্ধ থাকায় লেখাপড়া করার মানসিকতা কমে যাচ্ছে। তবুও চেষ্টা করছি বাড়িতে বসে পড়তে।'

পানি নেমে গেলে আবারও পাঠদান শুরু করা হবে বলে জানান জেলা শিক্ষা অফিসার 

 

আজগর আলী নামের এক অভিভাবক বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'বন্যায় স্কুল কলেজে পানি উঠায় প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এ সুযোগে সন্তানরা পড়তে বসা থেকে বিরত রয়েছে। তাই সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় আছি।' 

গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার হোসেন আলী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'বিদ্যালয়গুলোতে বন্যার পানি জমে থাকায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পানি নেমে গেলে আবারও পাঠদান শুরু করা হবে।'

এ সম্পর্কিত আরও খবর