গাইবান্ধার বন্যার্তদের জন্য মানুষের দ্বারে দ্বারে শিক্ষার্থীরা

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-26 02:53:34

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। নদীর গর্ভে অনেকে হারিয়েছেন ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়, মাদরাসা, মসজিদ। তাদের পাশে দাঁড়াতে এ জেলার ঢাকা, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়রে শিক্ষার্থীরা মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। অর্থ সংগ্রহ করে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা।

গাইবান্ধার বন্যার্তদের সাহায্য করুন এমন লেখা সম্বলিত বক্স নিয়ে নিজ ক্যাম্পসের ছাত্রছাত্রীদের দ্বারে দ্বারে এবং বিভিন্ন মসজিদে গিয়ে ফান্ড সংগ্রহ করছেন তারা।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ মোন্নাফ বার্তাটোয়েন্টিফোর.কম বলেন, ‘আমরা বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে নিজ জেলার মানুষদের মানবেতর জীবনযাপনের চিত্র দেখে বসে থাকতে পারিনি। আমরা নিজেরা ছাত্র, আমাদের উপার্জন নেই। তাই আমাদের কোনো ফান্ডও নেই। বাধ্য হয়ে সহপাঠীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছি। এতে অনেকের সাড়াও পেয়েছি। এ পর্যন্ত আমরা স্বল্প পরিসরে ১৫০টি পরিবারে সহযোগিতা করেছি আরও চেষ্টা করছি।’

ঢ়াকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনি মিজানুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম বলেন, ‘আমরা সিনিয়র ও জুনিয়রদের প্রচেষ্টায় ১ লাখ ২৬ হাজার টাকা ফান্ড কালেকশন করেছি। এগুলো নিয়ে আমরা বানভাসিদের পাশে দাঁড়াব।’

এ সম্পর্কিত আরও খবর