বেনাপোল ইমিগ্রেশনের সার্ভার সচলে যাতায়াত স্বাভাবিক

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর) | 2023-08-28 04:47:10

প্রায় দুই ঘণ্টা বিকল থাকার পর অবশেষে সচল হয়েছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ইন্টারনেট সার্ভার। এতে পাসপোর্ট যাত্রীরা স্বাভাবিক নিয়মে পারাপার হতে পারছেন।

সার্ভার সচল করার পর সোমবার (২২জুলাই) সকাল ৯টা থেকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) শাহিন সার্ভার সচলের বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে হঠাৎ করে বেনাপোল ইমিগ্রেশনে কম্পিউটারের ইন্টারনেট সার্ভার বিকল হয়ে পড়ে। এতে যাত্রীদের তথ্য যাচাই -বাচাই সম্ভব না হলে তারা আটকা পড়েন।

আরও পড়ুন: সার্ভার ত্রুটিতে ইমিগ্রেশনে সহস্রাধিক যাত্রী আটকা

এ সম্পর্কিত আরও খবর