নারায়ণগঞ্জে শিশু আলিফ হত্যার আসামির ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-26 02:33:41

নারায়ণগঞ্জ পাইকপাড়ার জল্লারপাড় এলাকার চার বছরের শিশু আলিফ হত্যা মামলার আসামি অহিদুল ইসলাম ওরফে অহিদুল্লাহকে (১৯) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত৷

সোমবার (২২ জুলাই) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন৷

সাজাপ্রাপ্ত অহিদুল্লাহ নোয়াখালীর চরজব্বার থানার চরহসান এলাকার মাকসুদের ছেলে৷ সে নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়ের আমহাট্টা এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকত৷

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন জানান, গত ২৯ এপ্রিল এ মামলার চার্জ গঠন করা হয়৷ পরে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আদালত আসামি দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন৷

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহত আলিফের মা সালমা বেগম রায় দ্রুত কার্যকরের দাবি জানান৷

উল্লেখ্য, গত বছরের ১৬ আগস্ট বেলা এগারোটার দিকে বাড়ির সামনে উঠানে খেলার সময় নিখোঁজ হয় চার বছর বয়সী আলিফ। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মিলে আশেপাশের বাড়িঘর ও পাড়া মহল্লায় খোঁজাখুঁজি করলেও আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিকেল ৫টার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির নিচতলার ভাড়াটিয়া অহিদ ও রিপনের তালাবদ্ধ রুম থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় আলিফের মরদেহ।

এ সময় আলিফের দুই হাত বাঁধা ও মুখে রুমাল গুঁজে দেওয়া ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। এ ঘটনায় আলিফের পিতা সৌদি প্রবাসী আলমগীর হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করলে প্রতিবেশী অহিদকে গ্রেফতার করে পুলিশ৷

এ সম্পর্কিত আরও খবর