‘সন্দেহভাজনকে পুলিশে দিন, আইন নিজের হাতে তুলে নেবেন না’

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা | 2023-08-10 05:42:24

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমরা শুধু এটুকু জনগণকে অনুরোধ করতে চাই, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেবেন। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

‘দেশ জুড়ে ছেলেধরা সন্দেহে মানুষকে যেভাবে পেটানো হচ্ছে, তা আইনের মধ্যে পড়ে না। আপনারা জানেন যে পদ্মা সেতুতে মাথা চাই- এমন গুজব ছড়ানো হয়েছিল। আর এ গুজবের ওপর ভিত্তি করেই এসব ঘটনা ঘটছে,’ যোগ করেন মন্ত্রী।

সোমবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত পাঁচতলা ভবন উদ্বোধনকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আইন আইনের গতিতেই চলবে। কেউ নিজের হাতে আইন তুলে নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পরে আইনজীবী সমিতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান শেফালি, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সমিতির নেতারা। পরে জেলার জিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম মন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সম্পর্কিত আরও খবর