ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ভিক্ষুকদের মাঝে বিশেষ ঠেলা ভ্যান ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় দশ জন ভিক্ষুকের মাঝে এ ঠেলা ভ্যান ও নগদ টাকা বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার ইসতিয়াক আহমেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া প্রমুখ।
উপজেলা সমাজসেবা অফিসার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ভিক্ষুক কর্মসূচি পুনর্বাসনের আওতায় চলতি বছর আমরা ৯৮৫ জনের তালিকা করেছি। ইতোমধ্যে ৯৩৫ জনকে সুবিধা দিয়েছি। এসবের মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, নগদ অর্থ সহযোগিতা, ঠেলা ভ্যান বিতরণ, ভিজিডিসহ বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা।’