বগুড়ার সারিয়াকান্দিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে যমুনার পানিতে ডুবে মারা গেছে ওমর ফারুক (১১) নামের এক স্কুলছাত্র।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চর কুড়িপাড়ায় বন্যার পানিতে ওমর ফারুকের মরদেহ ভেসে উঠে। ওমর ফারুক সোনাতলা উপজেলার বাড়ইপাড়া গ্রামের লিটন আকন্দের ছেলে এবং সোনাতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, ওমর ফারুক তার মায়ের সাথে কুড়িপাড়া চরে নানা ফজল প্রামাণিকের বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ওমর ফারুক অন্যান্য ছেলেদের সাথে বন্যার পানিতে গোসল করতে যায়।
পানিতে নামার কিছুক্ষণের মধ্যে ডুবে গিয়ে নিখোঁজ হয় ওমর ফারুক। এ সময় স্থানীয় লোকজন খোজাঁখুজি শুরু করে। রাত ৮টার দিকে চরে বন্যার পানিতে ওমর ফারুকের মরদেহ ভেসে উঠে।
সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘দুর্গম চরে পানিতে ডুবে শিশু মারা যাওয়ার ঘটনা শুনেছি।’