নাটোরে ২০০ বছর বয়সী বটগাছকে 'বৃক্ষমানিক' ঘোষণা

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-26 21:53:38

 

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয় মাঠের ২০০ বছরের পুরনো বট গাছকে 'বৃক্ষমানিক' হিসেবে নামকরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে বিদ্যালয় মাঠের পাশে গাছটির পাদদেশে নতুন নামকরণ সম্বলিত ফলক উন্মোচন করেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। জেলা পুলিশের এ উদ্যোগে সহযোগিতা করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'খোলা জানালা'।

পরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। আরা উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আকরামুল হাসান, দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীম উদ্দীন, খোলা জানালার সাধারণ সম্পাদক কাওসার হোসেন রনি প্রমুখ ।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, শতবর্ষী ও দুর্লভ বৃক্ষরাজি সংরক্ষণের মাধ্যমে পরিবেশগত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বটগাছকে বৃক্ষমানিক ঘোষণা করা হয়েছে। আগামীতে এ কর্মসূচীর ধারাবাহিকতা রক্ষা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর