চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-26 14:06:29

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমিতে চাষাবাদের সময় বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে কালু (৩৭) নামে এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছেন। নিহত কালু উপজেলার সূর্যপুর দিয়াড়াপাড়ার মৃত রজব আলীর ছেলে। একই সময় একই উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঁশবেড়া গ্রামের মো.গোলাম কবিরের ছেলে মো. আরমান আলী (৩০) বজ্রপাতে নিহত হয়েছেন।

নিহতের পারিবারিকসূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে কালু (৩৭) জমিতে ধান লাগানোর জন্য পাওয়ার টিলার চালাচ্ছিল। এসময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বৃষ্টিপাতের এক পর্যায়ে টিলার চালানো অবস্থায় বজ্রপাতে কালু গুরুতর আহত হয়। বিষয়টি দেখতে পেয়ে মাঠের অন্য কৃষকরা কালুকে উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে আরমান আলী ফতেপুর ইউনিয়নের সিংগলপুর এলাকার এক জমিতে চাষাবাদ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে, বজ্রপাতের বিকট শব্দে সদর উপজেলার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ও অন্য বিদ্যালয়ের ২ শিক্ষার্থীসহ তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন হাসপাতালে তাদের দেখতে যান। বর্তমানে তারা সুস্থ রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর