কুড়িগ্রামে আবারো বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম | 2023-08-25 00:10:38

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আবারো অবনতির দিকে যাচ্ছে।

বুধবার (২৪ জুলাই) নতুন করে প্লাবিত হতে শুরু করেছে ধরলা ও ব্রহ্মপুত্রের অববাহিকার বন্যা কবলিত এলাকাগুলো।

নতুন করে গ্রাম প্লাবিত হতে শুরু করেছে 

 

গত এক সপ্তাহ ধরে নদ-নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নীচে নামলেও  মঙ্গলবার (২৩ জুলাই) থেকে পানি বৃদ্ধি পেয়ে ধরলা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তা নদীর পানিও।

পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, 'গত ১২ ঘণ্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।' 

এ সম্পর্কিত আরও খবর