পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর-আলিপুর মৎস্য বন্দর। শিববাড়িয়া নদীর দুই পাড়ে সরকারিভাবে গড়ে তোলা এ মৎস্য বন্দর এখন দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে পরিচিত।
বর্তমানে এ বন্দর থেকে পরিত্যক্ত পলিথিন ফেলা হচ্ছে নদীতে। ফলে নদীর পরিবেশ ও প্রতিবেশ দূষিত হয়ে উঠছে।
সরেজমিন দেখা যায়, শিববাড়িয়া নদীর উত্তর পাড়ে শেখ রাসেল ব্রিজের নিচে বিভিন্ন এলাকা থেকে পলিথিন এনে ফেলা হচ্ছে। এতে করে নদীর পাড়ের ম্যানগ্রোভ ফরেস্টের গাছের গোড়ায় পলিথিনের স্তুপ তৈরি হয়েছে। এছাড়া এসব পলিথিন নদীতে পড়ছে। এতে পলিথিন তলদেশে জমা হয়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। আর কিছু পলিথিন নদীতে ভেসে মিলছে সাগরে।
তবে স্থানীয় পরিবেশ ও প্রতিবেশের পাশাপাশি আশপাশের জীব বৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের।