সড়কের নাম 'ফ্লাইট সার্জেন্ট আব্দুল মজিদ'

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-15 20:31:38

কুষ্টিয়ার কুমারখালিতে বিমান বাহিনীর 'ফ্লাইট সার্জেন্ট আব্দুল মজিদ' নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিকেলে কুমারখালীর গড়াই নদীর পাড় থেকে এলঙ্গীপাড়া পর্যন্ত (ফ্লাইট সার্জেন্ট আব্দুল মজিদের বাড়ি যাওয়ার সড়ক) সড়কের নামফলক উন্মোচন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খান, লেখক ও কলামিস্ট ড. আমানুর আমান, সাংবাদিক দীপু মালিক, নাট্যকার লিটন আব্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

সাংবাদিক দীপু মালিক জানান, তার বাবা বিমান বাহিনীর ফ্লাইট সার্জেন্ট আব্দুল মজিদ অবসরে যাওয়ার পর ১৯৯৬ সালের ২৪ জুলাই ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আগে কিছুদিন তিনি কুষ্টিয়ার কুমারখালী পাইলট এমএন স্কুলে শিক্ষকতা করেছিলেন। তার মৃত্যুর এতদিন পরে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়।

তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও গড়াই নদীর পাড় থেকে আমাদের বাড়ি যাওয়ার সড়কটি, বাবার নামে করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সম্পর্কিত আরও খবর