ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে গ্যাস ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধসহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট আহ্বান করে। ধর্মঘটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে চলাচলকারী কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহসহ ৬০টি রুটে যাত্রীবাহী বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের প্রভাবে সকালে জেলা শহরের পৌর এলাকাধীন ভাদুঘর বাসস্ট্যান্ড, কাউতলী, মেড্ডা, পীরবাড়ি, ঘাটুরা, বিশ্বরোডসহ বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হক জানান, সরকার নিষিদ্ধ যেসব যানবাহন মহাসড়কে অবাধে চলছে সেগুলো বন্ধ না হলে আমাদের ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে।