জামালপুরের সরিষাবাড়ীর বন্যার পানি দেখতে গিয়ে ডিঙ্গি নৌকা ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের নিখাই বিলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহব্বত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে চারজন স্কুলছাত্রী ও একজন কলেজছাত্রী। তারা হল- ওই গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুবর্ণা আক্তার (১৭), ঝুমা আক্তার (১৪), মোস্তফার মেয়ে অন্তরা (১০), একই উপজেলার ভাটিকামারি গ্রামের রিপন শিকদারের মেয়ে রূপসী (৮) ও জবানুর রহমানের মেয়ে জান্নাত (১০)। এদের মধ্যে রূপসী ও জান্নাত ওই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে আসে।
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হেলিম ফকির বার্তা২৪.কমকে বলেন, ‘বন্যার পানিতে পড়ে যারা মারা গিয়েছে তারা নিজস্বভাবে একত্রি হয়ে সেখানে বেড়াতে গিয়েছিল বলে জানা গেছে। তবে তারা কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের তার এখনো নিশ্চিত হওয়া যায়নি।’