'দুইবার টিপ দিয়া হইয়া গেল ভোট'

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-29 09:06:44

একটুও দাঁড়ায়া থাকোন (থাকা) লাগে নায় (নাই)। ক্যামনে (কিভাবে) কি অইলো (হলো) বুঝি নাই।’ দুইবার টিপ দিয়া হইয়া গেল ভোট। এত শান্তির ভোট এর আগে কোনদিন দেহি (দেখি) নাই। শেষ মুহূর্তে ইভিএম মেশিনে ভোট দিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন শতবর্ষী লতিফা বেগম। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএমের মাধ্যমে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত।

লালমনিরহাটের চন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি (মেম্বার) সদস্য রেজাউল ইসলামের মৃত্যুর পর শূন্য হয় এই ওয়ার্ডটি। যার ফলে উপ-নির্বাচনের ঘোষণা করেন ইসি।

সে হিসাবে চন্দ্রপুরে সাধারণ সদস্য (মেম্বার) পদে অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন। এ উপ-নির্বাচনে তিনজন ইউপি সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে মহিলা ও পুরুষ ভোটার মিলে ভোটার সংখ্যা ৪ হাজার ১৯২ জন।

বৃহস্পতিবার সকাল ৯টায় চাপারহাট উচ্চ বিদ্যালয়ের দুটো কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন উপজেলা রিটার্নিং অফিসার ফারুক আহম্মেদ।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এস এম হেলাল বলেন, ‘ইভিএমে ভোটের কারণে কাউকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।’

এ সম্পর্কিত আরও খবর