দরিদ্র চাষির ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-31 11:54:45

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালিগাছা গ্রামের দরিদ্র চাষি মিজানুর রহমানের দশ কাঠা জমির সবজি গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এসব জমিতে পটল, মরিচ, বেগুন ও লাউ চাষ করেছিলেন তিনি। আর মাত্র কয়েকদিন পরই এসব সবজি বিক্রি করা যেত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ফসলের মাঠে গিয়ে সবজি গাছ কেটে ফেলার দৃশ্যটি দেখতে পান তিনি।

ক্ষতিগ্রস্ত চাষি মিজানুর রহমান জানান, রেল কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেয়া জমিতে চলতি মৌসুমে পটল, মরিচ, বেগুন এবং লাউয়ের চাষ করেন তিনি। কিন্তু শত্রুতা করে তার জমির এসব গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে জমিতে গিয়ে বিষয়টি দেখতে পান তিনি। তবে কখন গাছগুলো কাটা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছেন না তিনি। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় কৃষি অফিসকে জানিয়েছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী জানান, ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত সহায়তা পেতে থানায় জানানোর পরামর্শ দেয়া হয়েছে।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর