সেপটিক ট্যাংকের জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা | 2023-08-25 21:40:10

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে ডুবে উম্মে হাবিবা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সান্দিকোণা ইউনিয়নের পেরিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উম্মে হাবিবা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা আক্তারের মেয়ে।

এ বিষয়ে কথা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘শিক্ষক রুবিনা আক্তার প্রতিদিনের মতো তার শিশু কন্যা উম্মে হাবিবাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবারও বিদ্যালয়ে আসেন। মেয়েকে অফিস রুমে রেখে শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের তিনি পাঠদান করাচ্ছিলেন।’

এ সময় সকলের অগোচরে শিশু হাবিবার স্কুলভবন সংলগ্ন সেপটিক ট্যাংক নির্মাণের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে পড়ে যায় এবং পরে ওই গর্তের পানি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর