পচা মাংস বিক্রি, ৬ মাসের কারাদণ্ড

রংপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-31 21:37:38

রংপুরের পীরগাছা বাজারে পচা মাংস বিক্রির সময় শাহ আলমকে (৩৮) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ৪০ কেজি পচা মাংসসহ তাকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন প্রধান।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম পীরগাছা উপজেলার তালুক ইসাদ (নয়াটারী) গ্রামের মৃত শম্ভু মিয়ার ছেলে

জানা গেছে, পীরগাছা বাজারে দীর্ঘদিন যাবৎ পচা মাংস বিক্রি করে আসছিলেন শাহ আলম। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন প্রধান গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা বাজারে অভিযান চালান। এ সময় পচা মাংস বিক্রয়কালে শাহ আলমকে আটক করেন তিনি। একই সঙ্গে ৪০ কেজি পচা মাংস জব্দ করা হয় এবং তা মাটিতে পুতে ফেলা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন প্রধান জানান, পচা মাংস মানুষের জন্য ক্ষতিকর। আটককৃত শাহ আলমকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর