বেনাপোল ইমিগ্রেশনে কালো তালিকার আসামি গ্রেফতার

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর) | 2023-08-25 06:38:38

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পথে মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসামি টেকনাফের শাহাজান মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৫ টায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি টেকনাফ সদর এলাকার লেঙ্গুরবিল গ্রামের জাফর আহম্মদের ছেলে এবং সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাইপো বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার বার্তাটোয়েন্টিফোরকে জানান, ভারতে যাওয়ার জন্য সে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এসময় তথ্য যাচাই করে দেখা যায় সে একাধিক মামলার কালো তালিকার আসামি। পরে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশে তুলে দেওয়া হয়। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালে মাসুদ করিম জানান, আটক যাত্রী পোর্ট থানার হেফাজতে আছে। তার বিরুদ্ধে বিস্তারিত তথ্য জানান চেষ্টা চলছে।

এদিকে আটক যাত্রী সাবেক এমপি বদির ভাইপো কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘তিনিও এমনটি শুনেছেন। তবে তার সত্যতা যাচাই করা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর