গাইবান্ধাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-09-01 15:30:25

বন্যা কবলিত মানুষদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করাসহ গাইবান্ধা জেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জেলার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন  বাসদ মার্কসবাদী নেতা কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সহ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলামসহ অন্যান্যরা।

সম্মেলনে বক্তরা অবিলম্বে গাইবান্ধা জেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণাসহ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণের দাবি জানান।

এছাড়া ভেঙে যাওয়া বাঁধ-রাস্তা-ব্রীজ ও কালভার্ট দ্রুত মেরামত সহ ঢাকার সঙ্গে বন্ধ হওয়া রেল যোগাযোগ চালুরও দাবি জানান তারা। 

এর আগে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাইবান্ধায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও প্রায় চার শতাধিক বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

 

এ সম্পর্কিত আরও খবর