গাইবান্ধায় ত্রাণ পেতে বন্যার্তদের ঢল

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-25 15:33:47

গাইবান্ধায় পানিবন্দী অন্তত ছয় লাখ মানুষ। এর মধ্যে প্রায় ৮০ হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। খাদ্য আর সুপেয় পানির সংকটসহ নানা দুর্ভোগে আছেন তারা। ত্রাণের আশায় ছুটছেন বন্যার্তরা।

কয়েক দিন আগে গাইবান্ধার সাতটি উপজেলার নদ-নদীর পানি কমতে থাকায় তাদের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু গত মঙ্গলবার (২৩ জুলাই) থেকে টানা বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি শুরু হয়েছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে, স্থানীয় প্রশাসনসহ বেসরকারিভাবে যেসব ত্রাণ বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে গাইবান্ধার বন্যাকবলিত মানুষদের।

ত্রাণ সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছেন বন্যার্ত মানুষগুলো। সামান্য ত্রাণ পেতে অনেকে নৌকা বেয়ে, কেউ বা কোমর পানিতে নেমে ত্রাণ নিচ্ছেন। কষ্ট করে হলেও চাল-ডালসহ অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করছেন তারা।

জেলা প্রশাসক আবদুল মতিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বন্যাদুর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা ধরনের সহায়তা করা হচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন: গাইবান্ধাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি

আরও পড়ুন: গাইবান্ধায় ফের পানি বৃদ্ধি, আতঙ্কিত ৫ লক্ষাধিক মানুষ

এ সম্পর্কিত আরও খবর