নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের (ইউপি) সদস্য পদে উপ-নির্বাচনে ওমর ফারুক সবুজ ৬৫০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ভোট গণনা শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা শাহ্ কামাল পারভেজ।
এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
ফুটবল প্রতীক নিয়ে ওমর ফারুক সবুজ পেয়েছেন এক হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল হক শাহীন পেয়েছেন ৪১৪ ভোট। অপর প্রার্থী এনামুল হক বাশার পেয়েছেন ২২৮ ভোট।
উল্লেখ্য, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ উল্যার মৃত্যুর পর ওই পদটি শূন্য হয়। এ ওয়ার্ডে ৩ হাজার ২শ ৩৫ ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ হাজার ৬শ ৫৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ১হাজার ৫শ ৭৮জন।
নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরা হলেন, ওমর ফারুক (ফুটবল), মোঃ এনামুল হক (মোরগ) ও মোঃ রেজাউল হক সোহাগ (তালা)।
মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে দায়িত্ব পালনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য, একজন প্রিসাইডিং অফিসার, ২জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৯জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। এ কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৯টি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব ও ৯ সদস্য বিশিষ্ট একটি মোবাইল টিম সার্বক্ষণিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে।